পটিয়া থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার রাতে মুন্সেফ বাজার কালী মন্দির এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার সদর দক্ষিণের রঘুপুর এলাকার মো. রনি ও চৌদ্দগ্রামের নাটাপাড়া এলাকার মো. কামাল।
র্যাব জানায়, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি পিকআপে করে মাদকদ্রব্য পাচার করার গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব সদস্যরা। রাত পৌনে ১১টার দিকে কক্সবাজারগামী একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের নাম-ঠিকানা জানতে চাওয়া হয়। তারা এলোমেলো উত্তর দেওয়ায় আরও জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তাদের গাড়ির কাঁচা সবজির নিচে গাঁজা রয়েছে। পরে পিকআপের পেছনে রাখা ট্রিপলের নিচ থেকে তিনটি পাটের বস্তায় ভরা মোট ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলো। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: