• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা দুটি হরিণ ছেড়ে দেয়া হলো সুন্দরবনে

মোংলা (বাগেরহাট), প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা দুটি হরিণ ছেড়ে দেয়া হলো সুন্দরবনে

বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা দুটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। পরে হরিণ দুটিকে পুনরায় বনে ছেড়ে দেওয়া হয়েছে। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুন্দরবনের করমজলের ঠিক উল্টো দিকে পশুর নদীর পূর্ব পাড়ের মোংলার সিন্ধুরতলা এলাকায় শনিবার সকালে দুটি চিত্রা হরিণ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বন বিভাগের খবর দিলে দুপুরে বন বিভাগের একটি দল  ঘটনাস্থলে যাই। চিলা ও বৈদ্যমারী এলাকার লোকজন নিয়ে সেখানে গেলে অনেক লোকজন দেখে হরিণ দুটি দৌড় শুরু করে। 

পরে লোকজনের সহায়তায় জোড়া ব্রিজ এলাকা থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হরিণ দুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে করমজলের বনে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাধারণত দুই কারণে আবাসস্থল ছেড়ে লোকালয়ে গিয়ে থাকে, একটি হলো বাঘের তাঁড়া খেয়ে, দ্বিতীয়টি কাটাস মাছি ও দাস মাছির আক্রমণের শিকার হলে। তবে আমি নিশ্চিত এ হরিণ দুটি বাঘের তাঁড়া খেয়েই লোকালয়ে চলে গিয়েছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2