• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

মাছের ঘেরের পাশ থেকে মরদেহ উদ্ধার

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ১৪:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাছের ঘেরের পাশ থেকে মরদেহ উদ্ধার

যশোর অভয়নগর উপজেলার নলামারা এলাকায় মাছের ঘেরের পাশ থেকে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ জানিয়েছে, মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছেন তারা। নিহত নসিব তালুকদার উপজলার গোপিনাথপুর গ্রামের হামিদ তালুকদার ছেলে।

অভয়নগর থানা পুলিশের ওসি কে এম রবিউল ইসলাম জানান, নলমারা এলাকার গোবিন্দ ও প্রদীপের ঘেরের পাশে নসিব তালুকদারের রক্তাক্ত মরদেহ পড়েছিলো। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের কাঁধে ও বুকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নসিব তালুকদার ঘেরে মাছ চুরি করতে যান। এসময় চোর চোর বলে চিৎকার দিলে স্থানীয়রা বেরিয়ে আসে এবং তাদের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2