• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ীতে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শ্রীপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা বাবর আলী জানান, শ্রীপুর তালতলা এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সজিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2