পদ্মায় ধরা পড়লো ২৫ কেজির পাঙ্গাস, বিক্রি হলো ৬৩ হাজার ৭৫০ টাকায়

পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায় জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ। পরে মাছটি বিক্রি হয়েছে ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাছটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার কুশাহাটা চর এলাকায় পদ্মা নদীতে মাছ শিকার করছিলেন জেলে রতন হালদার ও তার সঙ্গীরা।
এ সময় বিশাল আকারের একটি পাঙ্গাস মাছ তাদের জালে ধরা পড়ে। পরে বিক্রি করতে মাছটি নিয়ে যান দৌলতদিয়া ঘাট এলাকার কেছমত মোল্লার মাছের আড়তে। সেখানে ২৫ কেজি ওজন মেপে উন্মুক্ত নিলাম ডাকে আড়াই হাজার টাকা কেজিদরে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে মাছটি বিক্রি করেন রতন।
এদিকে, মাছটি কিনে বেশি দামে বিক্রির আশায় অনলাইনে যোগাযোগ শুরু করেন চান্দু মোল্লা। পরে দুপুর ১২টার দিকে দুই হাজার ৫৫০ টাকা কেজিদরে মোট ৬৩ হাজার ৭৫০ টাকায় মাছটি তিনি বিক্রি করেন।
দৌলতদিয়া ৫ নম্বর ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি কালের কণ্ঠকে বলেন, জেলেদের কাছ থেকে পদ্মা নদীর বিভিন্ন মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত বিক্রি করি। আজ জেলে রতন হালদারের কাছ থেকে বিশাল আকারের ওই পাঙ্গাসটি কিনে ঢাকার গুলশান এলাকার আমেরিকাপ্রবাসী এক ব্যক্তির কাছে ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছি।
বিভি/এজেড
মন্তব্য করুন: