• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। 

জেলা প্রশাসক জানান, খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার আধাবেলা ও শনিবার সকাল-সন্ধ্যা জুম্ম ছাত্র জনাতার ব্যানারে সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। সকাল থেকে অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আজ (শনিবার) দুপুর ২ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ চলমান থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2