• NEWS PORTAL

  • সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিমের ওপর হামলার প্রতিবাদ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিমের ওপর হামলার প্রতিবাদ

নরসিংদীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের আতঙ্ক হিসেবে পরিচিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামিম-এর ওপর চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ‘সামাজিক আন্দোলন’ নামে একটি সংগঠন।

রবিবার (৫ অক্টোবর) বিকালে নরসিংদী বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভা চত্বরের সামনে গিয়ে শেষ হয়। পরে নরসিংদী সুতাপট্টি মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

সামাজিক আন্দোলন নরসিংদীর সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাহেন শাহ শানু। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূঁইয়া, সহ-সভাপতি সুজন সাহা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক খায়রুল বাশার খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ-শিল্প বিষযক সম্পাদক রাসেল হোসেন, যুবদল নেতা রিয়াজুর আসলাম, মো. আদার মিয়া, আব্দুর রাজ্জাক, সদস্য জিয়াউর রহমান জিয়া, আলী মোর্তজা, বাশির আহমেদ, শরিফ মোল্লা, মোহাম্মদ আলী, রাসেল খন্দকার ও সারোয়ার হোসেন হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভে বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে আনোয়ার হোসেন শামিম দীর্ঘদিন ধরে এলাকার সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে আসছেন। তার ওপর হামলা শুধু একজন কর্মকর্তার ওপর নয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি চ্যালেঞ্জ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2