• NEWS PORTAL

  • সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

সন্ত্রাস-চাঁদাবাজদের শক্ত হাতে দমন করতে হবে, নইলে গদি ছাড়তে হবে: মুফতি ফয়জুল করিম

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২১:১২, ৫ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:১৯, ৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সন্ত্রাস-চাঁদাবাজদের শক্ত হাতে দমন করতে হবে, নইলে গদি ছাড়তে হবে: মুফতি ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলার যেমন পরিস্থিতি না জানি জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টাকে শাড়ি-চুড়ি পড়িয়ে দেয়। কেননা প্রতিদিনই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে? তাদের সাথে কেন শান্তি চুক্তি করতে হবে? এটি কি ভিন্ন দেশ! সারাদেশের জেলার জন্য যে আইন, পার্বত্য অঞ্চলেও একই আইন থাকতে হবে। সন্ত্রাসবাদ-চাঁদাবাজদের শক্তহাতে দমন করতে হবে, নইলে গদি ছাড়তে হবে।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মুফতি ফয়জুল করিম বলেন, দীর্ঘদিন যারা এই দেশ চালিয়েছে তারা মানুষকে শান্তি দিতে পারে নাই। বৈষম্য দূর করতে পারে নাই, জুলুম-অত্যাচর-খুন বন্ধ করতে পারে নাই। তাই, একবারের জন্য ইসলামকে পরীক্ষা করে দেখুন। নৌকা, ধানসহ সকল দলকেই পরীক্ষা করেছেন, তারা বারবার ফেল করেছে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন, যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ইউসুফ আহমাদ মনসুরসহ সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2