বিপৎসীমার উপরে তিস্তার পানি, বন্যার শঙ্কায় নিরাপদ স্থানে যেতে মাইকিং

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদী তীরবর্তী চার উপজেলা, চরাঞ্চল ও নিম্নভূমি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্লাড বাইপাসসহ ঘরবাড়ি ও স্থাপনা। রাতে অবস্থার অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে উজানের ঢল আসায় পানি উন্নয়ন বোর্ড এরইমধ্যে সতর্কতা হিসেবে মাইকিং করছে। এ সময় নদী তীরবর্তী মানুষদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে। আর রাত নয়টায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপরে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে।
পাউবো বলছে, আগামী ২৪ ঘণ্টায় উজানের ভারী ঢল এসে নদী এলাকা প্লাবিত হতে পারে। এসময় বিপৎসীমার উপরে পানি প্রবাহ অব্যাহত থাকবে। পানি বৃদ্ধি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজের সব (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের অনেক ঘরবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। বেশ কিছু এলাকায় ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ক্ষতিসহ গবাদি পশুপাখি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। নির্ঘুম রাত পার করছে তিস্তাপাড়বাসী।
বিভি/টিটি
মন্তব্য করুন: