• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত: ১৮:৫৮, ৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নাটোরের বড়াইগ্রামের নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় সোমবার (৬ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বড়াইগ্রামের কালিকাপুর পূর্বপাড়া এলাকার আনসার আলী, অটোরিকশাচালক, লালপুর উপজেলার ধলা এলাকার মুনছের প্রামানিক ও একই এলাকার নয়ন।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মঞ্জুর মোর্শেদ জানান, নাটোর থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস কল্পনা এক্সপ্রেস দুপুর দুইটার দিকে বড়াইগ্রামের গুনাইহাটি এলাকায় পেছন থেকে একটি অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়। এসময় স্থানীয়রা আহত দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বাসটি আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2