আমাদের মূল শক্তি এই দেশের জনগণ: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা রাজনীতি করি ও অনুপ্রাণিত হই। কারণ, আমাদের মূল শক্তি এই দেশের জনগণ। আমরা যদি রাজনৈতিকভাবে ব্যাপারটাকে দেখি তাহলে, যে নির্বাচন দেখতে হয় এবং নির্বাচনে আমরা দেখেছি, এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেওয়ার, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে। কাজেই এটাই প্রমাণ করে, এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা একজন আরেক জনের পরিপূরক।
সোমবার (৬ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় পঙ্গু হয়ে যাওয়া বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব আকনের (৭০) সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় তারেক রহমান আব্দুল মোতালেব আকনের শরীরের খোঁজ নেন।
তারেক রহমান বলেন, আসুন আমরা সকলে মিলে একটা জায়গায় মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন আদর্শ থাকতে পারে সেটা থাকাটা স্বাভাবিক। পৃথিবীতে সকল গণতান্ত্রিক দেশে এটা আছে। কিন্তু, আসুন আমরা সেই ঝগড়া ফ্যাসাদ থেকে দূরে সরে আসি।
আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক এলিজা জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক, আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: