• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

সিনেমাকেও হার মানালো মানিকগঞ্জের স্বর্ণ লুটের ঘটনা!

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৯, ৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সিনেমাকেও হার মানালো মানিকগঞ্জের স্বর্ণ লুটের ঘটনা!

স্বর্ণকারপট্টিতে নিজের দোকানে লুটের নাটক সাজিয়ে শেষ পর্যন্ত ধরা পড়েছেন দোকান মালিক শুভ দাস (৩৫)। ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাত্র পাঁচ লাখ টাকার চুক্তিতে তিনজন দুর্বৃত্তকে ভাড়া করে সাজানো হয়েছিল পুরো পরিকল্পনাটি।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইয়াছমিন খাতুন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাতে শহরের স্বর্ণকার পট্টি এলাকায় 'অভি অলঙ্কার' নামে একটি দোকানে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ ও তদন্তে দেখা যায়, দুই ব্যক্তি দোকানে ঢুকে মালিক শুভ দাসকে ছুরিকাঘাত করে এবং দোকান থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

ঘটনার পরদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে আমানত হোসেন রানা, সোহান মিয়া, শরীফ খান এবং সবুজ মিয়াকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, দোকান মালিক শুভ দাসই ৫ লাখ টাকা চুক্তিতে তাদের ভাড়া করেন এবং পুরো ঘটনা সাজান।

পুলিশ আরও জানায়, লুট হওয়া প্রায় ৪০ ভরি স্বর্ণ শুভ নিজেই গোপনে সংরক্ষণ করেছিলেন। এমনকি ছুরিকাঘাতের ঘটনাটিও ছিল পূর্ব পরিকল্পিত। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কাস্টমারের জমা স্বর্ণ আত্মসাতের জন্যই এই নাটক সাজানো হয়েছিলো। এ ঘটনায় দোকান মালিক শুভ দাসসহ আরো চারজনকে আটক দেখানো হয়েছে বলে জানায় পুলিশ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2