উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

সিলেটের মোগলাবাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা হয়। এতে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস মোগলাবাজার আসার পর ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ট্রেনের অন্যান্য বগির যাত্রী ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত বগির যাত্রীদের উদ্ধার করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: