• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

পাংশায় যৌথবাহিনীর অভিযানে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৯, ৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পাংশায় যৌথবাহিনীর অভিযানে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার 

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামে বিশেষ অভিযানে একটি ওয়ান শুটারগানসহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মনির বিশ্বাস এর বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচে হইতে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী। 

জানা গেছে, পাংশা মডেল থানার এসআই রাজিব ঢালী ও যৌথবাহিনীর অফিসার ফোর্সের সহায়তায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে স্থানীয় মনির বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি হাতে তৈরি সচল ওয়ান শুটার পাইপ গান, ১টি সবুজ রঙের তাজা কার্তুজ, ৫টি সবুজ রঙের পটকা, ১টি হাঁসুয়া ও ১টি হকিস্টিক উদ্ধার করা হয়। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2