• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সন্তানকে নিয়ে বিষপান, মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ০৯:১৮, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:২১, ১১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সন্তানকে নিয়ে বিষপান, মা-ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে শিশুসন্তানসহ কীটনাশক পান করেছেন মিতু (২২) নামের এক গৃহবধূ। এতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুসন্তান রোহানকে মৃত ঘোষণা করেন। পরে মিতুর অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত মিতু (২২) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে। স্বামী একজন দিনমজুর ছিলো। তার শিশুসন্তান রোহান (৫)।

মৃত গৃহবধূর স্বজনরা জানান, দিনমজুর স্বামীর সঙ্গে কলহের জের ধরে মিতু ও তার শিশুসন্তান রোহানকে নিয়ে বিষ পান করেন। তাদের সংসারে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল। দুপুরেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বাবার বাড়িতে গিয়ে মা নিজে বিষ খায়, ছেলেকেও বিষ খাওয়া।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2