গোয়ালন্দে পদ্মা নদীর পাড়ে বসেছে ইলিশের হাট, প্রকাশ্যে চলছে বেচাকেনা

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর পাড়ে বসেছে মা ইলিশের হাট। প্রকাশ্যে চলছে বেচাকেনা।
গত ৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছের প্রজনন মৌসুম হিসেবে নদীতে ইলিশ মাছ ধরা, বিক্রয় করা, পরিবহন, সরবরাহ করা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দৌলতদিয়া পদ্মা নদীর পাড়ে কলা বাগান এলাকায় চব্বিশ ঘন্টাই চলছে ইলিশ বেচাকেনা।
এছাড়া গ্রামেও বিক্রি করা হচ্ছে ইলিশ। প্রকাশ্যই চলছে দেশের জাতীয় মাছ ইলিশ ধংসের মহোৎসব।
শনিবার (১১ অক্টাবর) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নর দুর্গম এলাকা চরকর্ণশন কলা বাগান এলাকায় দেখা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ বেচা-কেনার জন্য অস্থায়ী হাট বসছে। এখানে জেলে ও মাছ ক্রেতাদর জন্য বসেছে খাবারের দোকান, সিঙ্গারা-পুরীর দোকান, চায়ের দোকান, ইঞ্জিন চালিত নৌকার জন্য ডিজেল তেলসহ প্রয়াজনীয় নানা সমগ্রীর দোকান বসেছে। নির্বিঘ্নে বেচা-কেনা হচ্ছে বিভিন্ন সাইজর ইলিশ মাছ। ইলিশ ক্রেতারাও অনেক কষ্ট শিকার করে ইলিশ কিনতে এখানে এসেছেন।
অপরদিক দেখা যায় পদ্মায় শত শত জেলে নৌকায় মা ইলিশ শিকার করে যাচ্ছেন। কেও আবার ইলিশ শিকার করে ফিরে আসছেন এই অস্থায়ী হাটে। এক কথায় বলা যায়, মহা ধুমধাম কেনাবেচা চলছে মা ইলিশর।
এখানকার জেলেরা অনেকটাই মারমুখী। সেখান পৌঁছে তাদরে নানা জেরার মুখে পড়ত হয়। এসময় তারা ঔদ্ধত্ব দেখিয়ে জানায়, এখানে কোনো অভিযান দল আসলে তারা তাদের প্রতিরাধ করবে।
মা ইলিশ রক্ষায় অভিযান নিয়ে ও ইলিশ ধরা নিয়ে জেলেরা দিচ্ছে নানা যুক্তি। তারা বলছেন, পদ্মা নদীর এই এলাকায় সারা বছর খুবই কম ইলিশ মাছ ধরা পড়ে। শুধু এই নিষেধাজ্ঞাকালীন সময় ঝাঁক ঝাঁক ইলিশ ধরা পরে। কেউ কেউ বলেন, ‘এই ইলিশ যদি আমরা এখন নাও ধরি, তবুও এ সকল ইলিশ পদ্মা নদীতে থাকবে না। এগুলা ভারতে চলে যাবে। তাই তারা এ সময় ডিমওয়ালা ইলিশ শিকার করছেন।
পদ্মা পাড়ে ১ কেজি ওজনর ইলিশ ১৫শ থেকে ১৮ শ টাকা কেজি দর বিক্রি হচ্ছে। আর মাঝারি সাইজের ইলিশ সাড়ে সাতশত টাকা দরে বিক্রি হচ্ছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রীনাথ সাহা জানান, ডিমওয়ালা ইলিশ রক্ষায় প্রতিনিয়ত অভিযান চলছে। তার মধ্যেও তাদের আভিযানিক দল যে দিক যান, অপর দিক সুযোগ বুঝে জেলেরা মা ইলিশ শিকার শুরু করে দেন।
তাদের সমস্ত জনবল দিয়ে সার্বক্ষনিক নদীতে টহল রেখেছেন। নানা সীমাবদ্ধতার মধ্যেও উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সাথে সম্বনয় করে মা ইলিশ রক্ষায় তারা সর্বত্মক চষ্টা চালিয় যাছেন বল তিনি জানান।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো; আসাদুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন গত ৩ অক্টোবর থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। কলা বাগান এলাকায় পদ্মা নদী পাড়ে ইলিশ মাছের হাট প্রসঙ্গে তিনি আরো বলেন, দ্রুত কলা বাগান এলাকায় যৌথ বাহিনী সহ অভিযান পরিচালনা করা হবে।
বিভি/এআই
মন্তব্য করুন: