• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

রাজবাড়ীতে সকল মৎস্যজীবীকে প্রণোদনা প্রদানের দাবি

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ২০:০৫, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে সকল মৎস্যজীবীকে প্রণোদনা প্রদানের দাবি

“মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না—ইলিশ হলো মাছের রাজা, ঝাটকা ধরলে হবে সাজা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিবন্ধিত সকল মৎস্যজীবীদের সরকারি প্রণোদনা প্রদানের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উত্তম কুমার সরকার। এ সময় বক্তব্য দেন, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা, এবং রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি অচিন্দ্র নাথ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, “নিষেধাজ্ঞার কারণে নদীতে মাছ ধরা বন্ধ থাকলেও প্রকৃত মৎস্যজীবীদের অনেকেই সরকারি সহায়তা থেকে বঞ্চিত। কিছু অমৎস্যজীবী ২৫ কেজি করে চাল পেয়েছে, অথচ নিবন্ধিত প্রকৃত জেলেরা এখনো বঞ্চিত। প্রকৃত মৎস্যজীবীরাই যেন প্রণোদনা পান, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।”

মানববন্ধনে বিপুল সংখ্যক মৎস্যজীবী অংশগ্রহণ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2