• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

বিদেশি মুদ্রাসহ ২০ কোটি টাকার জাল নোট উদ্ধার

প্রকাশিত: ১৯:৩৩, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিদেশি মুদ্রাসহ ২০ কোটি টাকার জাল নোট উদ্ধার

ফাইল ছবি

বাংলাদেশসহ পাচঁটি দেশের ২০ কোটি টাকা সমমূল্যের জাল নোট উদ্ধার এবং সংঘবদ্ধ চক্রের একটি দলকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব ৭। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চট্টগ্রামের চান্দগাও বাকলিয়া এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে এসব জাল মুদ্রা উদ্ধার করা হয়। আটক করা হয় তানজিব নামে এক অনলাইন ব্যবসায়ীকে। উদ্ধারকৃত জাল মুদ্রার মধ্যে বাংলাদেশি ৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত, ইউএস ডলার, ইউরো, দেরহাম, রিয়াল রয়েছে।

র‍্যাব জানায়, চট্টগ্রামের আন্দরকিল্লাহ এলাকায় ছাপানো এসব মুদ্রা দারাজের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সিলেটে জাল বিদেশি মুদ্রা উদ্ধারের পর তার সূত্র ধরে র‍্যাব চট্টগ্রামে অভিযান চালায়। মহানগরীর আন্দরকিল্লা এলাকার কয়েকটি প্রেস থেকে এসব মুদ্রা ছাপানোর পর বাকলিয়া থেকে দারাজের মাধ্যমে দেশের নানা প্রান্তে বিপণন করে আসছে চক্রটি। দীর্ঘদিন ধরে টাকার পাশাপাশি দেশে প্রচলিত বিদেশি মুদ্রাগুলো জাল করে বাজারে ছাড়া হয়েছে। 

অনলাইনে চক্রটি জালনোট তৈরি সরবরাহ ও বাজারজাত করে আসছিলো বলে জানায় র‍্যাব। সংঘবদ্ধ এই চক্রের কয়েকজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে বলে জানান র‍্যাবের অধিনায়ক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2