ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত তেল ঢেলে গুড়ামরিচ ছেটালেন স্ত্রী!

ঘুমন্ত স্বামীর উপরে ফুটন্ত তেল ঢেলে দিলেন স্ত্রী। তারপর সেই পোড়া জায়গায় মরিচের গুড়া ছিটিয়ে দিলেন। এখানেই শেষ নয়, স্বামীকে শাসালেন, চিৎকার করলে অত্যাচার আরও বাড়বে। ভয়ংকর ওই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী শহরের দক্ষিণ দিল্লিতে।
পুলিশের সূত্রে ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর। আহত স্বামী দীনেশ পুলিশকে জানিয়েছেন,তিনি তার আট বছরের মেয়ের সঙ্গে ঘুমাচ্ছিলেন। ভোর তিনটের দিকে ওই ভয়ংকর কাণ্ড করেন তার স্ত্রী। ঘুম ভেঙে চিত্কার করে উঠলে তার শরীরে মরিচের গুড়া ছিটিয়ে হুঁশিয়ারি দেন, চিত্কার করলে আরও গরম তেল ঢেলে দেওয়া হবে। আম্বদকরনগর থানায় এমনটাই অভিযোগ দায়ের করেছেন দীনেশ।
দীনেশ জানিয়েছেন, ঘটনার দিন তিনি গভীর রাতে বাড়ি ফেরেন। তারপর খেয়ে দেয়ে শুতে চলে যান। ভোর তিনটের দিকে হঠাৎ আমি অনুভব করি শরীর জ্বলে যাচ্ছে। চোখ খুলে দেখি আমার স্ত্রী আমার শরীরে গরম তেল ঢালছে। বাঁচার জন্য চিত্কার করতেই আমার শরীরে মরিচ গুড়া ছিটিয়ে দেয়।
এদিকে দীনেশের চিত্কার শুনে নিচের তলা থেকে ছুটে আসেন বাড়িওয়ালা ও তার পরিবার। বাড়িওয়ালার মেয়ে অঞ্জলী পুলিশকে জানিয়েছেন, বাবা চিত্কার শুনে উপরে যেয়ে স্বাভাবিকভাবে দেখেন দরজা বন্ধ। অনেক ধাক্কা দেওয়ার পর ভেতর থেকে দরজা খোলার পর দেখা যায় মেঝেতে পড়ে যন্ত্রণায় চিত্কার করছেন দীনেশ। আর ওর স্ত্রী বাবাকে দেখে লুকিয়ে পড়ে।
এরপর দীনেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দীনেশের স্ত্রী বলে সে স্বামীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিন্তু ঘর থেকে বেরিয়েই সে উল্টো দিকে চলে যায়। বাবা একটা অটো ডেকে দীনেশকে হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু প্রশ্ন হলো কেন এমন হামলা? দীনেশ পুলিশকে জানিয়েছে, তাদের ৮ বছর বিয়ে হয়েছে। কিন্তু গত ২ বছর তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও দায়ের করেছে। তারপরেও খুঁটিনাটি ঘটনা নিয়ে দুজনের মধ্যে প্রবল ঝগড়াঝাঁটি হয়। সেখান থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। সূত্র: জিনিউজ
বিভি/এজেড
মন্তব্য করুন: