• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

৯ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ দুইজন গ্রেফতার

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২২:৩৯, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৯ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ দুইজন গ্রেফতার

রংপুর র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরবেড়ি ইউনিয়নের আমরত শাহ গ্রামের তছির উদ্দিনের ছেলে আব্দুল মাজেদ (৫০) ও বীরগঞ্জ উপজেলার ভোগডোমা এলাকার বরকত আলী শেখের ছেলে আলী আজম (৬৫)। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আমরত শাহ গ্রামের আব্দুল মাজেদের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে রান্নাঘর থেকে ৯ কেজি আড়াই’শ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা র‌্যাবকে জানিয়েছে, তারা মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করেছে র‌্যাব।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2