পুকুর পাড়ে খেলতে গিয়ে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে উত্তর পারুয়া গ্রামের একটি পুকুরে পড়ে যায় তারা।
প্রাণ হারানো তিন শিশু হলো- ওই এলাকার মো. রাজুর মেয়ের সুমাইয়া আক্তার (৫), মো. কালুর মেয়ে হাবীবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।
জানা যায়, বিকালে খেলার কোন এক সময় তারা বাড়ির পাশে পুকুরের ধারে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: