রাজবাড়ীতে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন
ছবি: খুটিতে বাঁধা প্রবাসীর স্ত্রী ও গৃহশিক্ষক
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পরকীয়ার অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও গৃহশিক্ষককে জনসম্মুখে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার হরিণবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহত গৃহশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তার অবস্থান এখনো জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুইটি ভিডিওতে দেখা যায়, একটি টিনশেড ঘরের সামনে কয়েকজন যুবক দরজায় কড়া নাড়ছে। ভেতর থেকে নারী কণ্ঠে ‘কে?’ জানতে চাইলে বাইরে থাকা কিশোররা ‘আমরাই’ বলে জবাব দেয়। কিছুক্ষণ পর দরজা খুলতেই কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে পড়ে এবং এক নারী ও এক যুবককে বের করে আনে। এরপর তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়।
আরেকটি ভিডিওতে দেখা যায়, ঘরের বারান্দার বাঁশের খুঁটির সঙ্গে গৃহবধূ ও গৃহশিক্ষকের দুই হাত ও কোমর রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। গৃহশিক্ষককে অসুস্থ অবস্থায় দেখা যায়। এ সময় উপস্থিত বেশ কয়েকজন যুবক ও কিশোর গৃহবধূর প্রতি অশালীন আচরণ করে।
ভিডিওতে উপস্থিত কিছু মানুষকে বলতে শোনা যায়, গৃহশিক্ষকের নাম সমসের। তিনি ওই বাড়ির প্রবাসী মালিকের সন্তানের প্রাইভেট শিক্ষক হিসেবে পড়াতেন। অভিযোগ রয়েছে, প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার বিকালে সমসের ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা তাদের হাতে-নাতে ধরে ফেলে এবং মারধর করে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন যুবক সমসের ও গৃহবধূকে বেঁধে রাখার পাশাপাশি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় গৃহশিক্ষক সমসেরকে স্থানীয়রা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গৃহশিক্ষককে আর পায়নি।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, ‘শুক্রবার বিকাল চারটার পর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রবাসীর স্ত্রীকে পাওয়া গেলেও তিনি কোনো বক্তব্য দেননি। আহত গৃহশিক্ষককেও হাসপাতাল থেকে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে নির্যাতনে জড়িত ব্যক্তিরা ইতোমধ্যে পলাতক বলে জানা গেছে।
বিভি/এআই




মন্তব্য করুন: