• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

প্রশ্ন ফাঁসকারীকে কাশিতে সিগন্যাল দিতে গিয়ে ধরা খেলেন চাকরিপ্রার্থী

প্রকাশিত: ১৯:৫৮, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:০০, ২৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
প্রশ্ন ফাঁসকারীকে কাশিতে সিগন্যাল দিতে গিয়ে ধরা খেলেন চাকরিপ্রার্থী

ছবি: জালিয়াতি করতে যেয়ে আটক পরীক্ষার্থী

দিনাজপুরে চাকরির পরীক্ষার হলে বার বার কাশি দিয়ে ফেঁসে গেছেন এক পরীক্ষার্থী। তার কাছে পাওয়া গেছে দুটি ডিভাইস। খাদ্য অধিদফতরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের পরীক্ষার হলে শনিবার (২৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। 

পরে অভিযান চালিয়ে পুলিশ চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, জিজ্ঞাসাবাদে আটক পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় জালিয়াতির কথা স্বীকার করেন। তাকে বলা হয়েছিলো প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে যেন কাশি দেন। বিষয়টি বুঝতে না পেরে বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়েন তিনি।

কৃষ্ণপদ রায়ের দেওয়া তথ্যে পরবর্তীতে স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও দুইজন—মো. সবুজ ও মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়।

অভিযানে জব্দ করা হয়েছে পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস, একাধিক সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড এবং নকল স্ট্যাম্প ।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, কৃষ্ণপদের শরীরের ভেতরে পোশাকের সঙ্গে ডিভাইস লাগানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা তার জালিয়াতি ধরে ফেলতে সক্ষম হন। 

গ্রেফতার কৃষ্ণপদ দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা। আর সবুজ ও মামুন দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2