সাতক্ষীরা সীমান্তে ভারতে নারী পাচারকালে দুই মানবপাচারকারী গ্রেফতার
ছবি: সাতক্ষীরায় নারী পাচারকালে ২ মানবপাচারকারী গ্রেফতার
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে এক বাংলাদেশী নারীকে ভারতে পাচারকালে দুই মানব পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ওই নারীকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের কুলিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয় এবং ওই নারীকে উদ্ধার করা হয়। এর পর রাতে মামলা দায়েরের পর তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত পাচারকারীরা হলেন, সদর উপজেলার কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আবুল কালাম (৭৪) ও আবুল কালামের পুত্র মো. ইমরান হোসেন (২৩)। সম্পর্কে তারা দুই জন পিতা ও পুত্র।
এছাড়া, উদ্ধারকারী ওই নারী হলেন, নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামের জিয়া শেখের কন্যা সেতু আক্তার (২৩)।
বিজিবি জানায়, সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে এক বাংলাদেশী নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের একটি আভিযানিকদল তলুইগাছা সীমান্তের মেইন পিলার ৩ ও সাবপিলার ১৩ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুলিয়াডাঙ্গা নামক স্থানে অভিযান চালিয়ে পাচারকারী পিতা-পুত্র আবুল কালাম ও ইমরান হোসেনকে গ্রেফতার করে। এসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়ি থেকে সেতু আক্তার নামের ওই নারীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুই পাচারকারীর বরাত দিয়ে বিজিবি আরো জানায়, আটক মানবপাচারকারী আবুল কালাম ও ইমরান হোসেনসহ পাচার চক্রের আরো ১৫ জন পলাতক আসামীর সহায়তায় সেতু আক্তারকে ভারতে পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কিন্তু বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপরতায় তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় তাদের বাড়িতে এনে রাখে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই মানবপাচারকারীসহ পাচারের সাথে জড়িত পলাতক আরো ১৫ জন আসামীর নাম উল্লেখ করে রাতেই সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের এবং দুই পাচারকারীসহ উদ্ধার হওয়া নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই পাচারকারীকে আজ রবিবার (২৬ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিভি/এআই




মন্তব্য করুন: