২৬ কেজি ওজনের পাঙ্গাশ মাছ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়
ছবি: সংগৃহীত
রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীর প্রায় ২৬ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ নিলামে বিক্রি হয়েছে। যার দাম হয়েছে ৬৮ হাজার টাকা।
রবিবার (২ নভেম্বর) সকালে পাঙ্গাশ মাছটি স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন। তিনি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটের তার মৎস্য আড়তে মাছটি রেখে দিয়েছেন।
এর আগে রবিবার ভোররাতের দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়ৎদার হালিম সরদারের আড়ৎ থেকে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ গণমাধ্যমকে বলেন, প্রতিদিনের মতো আজও সকালে বাজারে মাছ কিনতে যাই। এ সময় হালিম সরদারের আড়ৎ ঘরে বিশাল আকারের এই পাঙ্গাশটি নিলামে তুললে আমিও শরিক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৮ হাজার ১২০ টাকায় পাঙ্গাশটি কিনে নিই। এখন বিক্রির জন্য নিজের আড়ৎঘরে এনে রেখেছি। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ পেলেই পাঙ্গাশটি বিক্রি করব।
তিনি আরও বলেন, এই মৌসুমে ২৬ কেজির মতো পাঙ্গাশ মাছ হাতে গোনা এক-দুটি ধরা পড়েছে। এত বড় পাঙ্গাশ মাছ পেয়ে জেলেরা যেমন খুশি হয়েছেন, ব্যবসায়ী হিসেবে আমিও অনেকটা খুশি হয়েছি। পাঙ্গাশটি বিক্রির জন্য নারায়ণগঞ্জের বাসিন্দা, জাপান প্রবাসী এক ব্যক্তির সঙ্গে কথা চলছে। তিনি পাঙ্গাশটি কেনার আগ্রহ দেখিয়েছেন। দরদাম ঠিক হলে মাছটি বিক্রি করে দেবো।
বিভি/এআই




মন্তব্য করুন: