• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় নারীর মৃত্যু

প্রকাশিত: ১২:৪৪, ৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় নারীর মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী মোটরসাইকেল আরোহী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফজিলাতুন্নেছা (২৮)। তিনি মাগুরা জেলার মহেশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, স্বামীর মোটরসাইকেলযোগে ফজিলাতুন্নেছা ও তাদের শিশুসন্তান নিয়ে পটিয়ামুখী যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়েন ফজিলাতুন্নেছা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসচালক ও বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিযে যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2