• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

৭ মাস পর চালুর ১২ ঘণ্টার মধ্যেই বন্ধ সিইউএফএল, শ্রমিকদের দাবি ষড়যন্ত্র

প্রকাশিত: ১৪:৩০, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪৬, ৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৭ মাস পর চালুর ১২ ঘণ্টার মধ্যেই বন্ধ সিইউএফএল, শ্রমিকদের দাবি ষড়যন্ত্র

ফাইল ছবি

দীর্ঘ সাত মাস পর চালুর ১২ ঘণ্টার মধ্যেই আবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড-সিইউএফএল। কতৃপক্ষ যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ চলছে জানালেও শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাবি ষড়যন্ত্র করে বন্ধ রাখা হয়েছে।  

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন অল্প সময়ের মধ্যেই উৎপাদন পুনরায় শুরু করা যাবে।

প্রায় সাত মাস গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গত ১১ এপ্রিল থেকে দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানাটি অচল হয়েছিলো। কেজিডিসিএল গ্যাস সরবরাহ বন্ধের কারণে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন বন্ধ থাকে। তবে গত ১৯ অক্টোবর গ্যাস সরবরাহ পুনরায় চালু হয় এবং সপ্তাহখানেক যান্ত্রিক প্রস্তুতির পর শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় সার উৎপাদন শুরু করে সিইউএফএল। কিন্তু রবিবার (২ নভেম্বর) বিকাল ৩টায় আবারো উৎপাদন বন্ধ হয়ে যায়।

এদিকে, শ্রমিক কল্যাণ ফেডারেশন এক বিবৃতিতে সিইউএফএলে উৎপাদন পুনরায় বন্ধ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে উৎপাদন সচল রাখার দাবি জানান।

দেশে বছরে ইউরিয়া সারের চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা মিলে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। বাকি ১৬ লাখ টন চাহিদা মেটানো হয় আমদানির মাধ্যমে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2