• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শ্বশুর বাড়িতে জামাতা ও নাতনি খুন!

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬, ১২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শ্বশুর বাড়িতে জামাতা ও নাতনি খুন!

ময়নসিংহের হালুয়াঘাটে গভীর রাতে শ্বশুর বাড়ি থেকে জামাতা ও নাতিনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এমন হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই জামাতার নাম রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নূরিয়া খাতুন (৭)। 

রতন মিয়ার বাড়ি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়ি এলাকার আমির হোসেনের ছেলে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অন্তত ১০ বছর আগে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার রতনের সাথে বিয়ে হয় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতেন রতন।

এদিকে, স্বামী সন্তানকে রেখে বছর দুই এক আগে দুবাই চলে যায় জুলেখা। এরপর গত বছর ছুটি কাটিয়েও যায় জুলেখা। সম্প্রতি ফের ছুটিতে বাড়িতে আসে জুলেখা। স্বামী রতন এবার বিদেশ না যাওয়ার জন্য বলায় কয়েকদিন ধরে এই দম্পত্তির মাঝে চলছে বিরোধ। 

রতনের পরিবারের অভিযোগ, গত রাতে বাকবিতণ্ডায় রতন ও তার মেয়েকে তার শ্বশুর-শাশুড়ি গলা কেটে হত্যা করেছে। 

জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2