• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

হাসিনার ফাঁসির রায়: শহীদ শান্ত’র মায়ের সন্তোষ প্রকাশ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৮:১৩, ১৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাসিনার ফাঁসির রায়: শহীদ শান্ত’র মায়ের সন্তোষ প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ায় চট্টগ্রামে শহীদ পরিবারের স্বজন ও জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধারা সন্তোষ প্রকাশ করেছেন। এ রায়ের দ্রুত বাস্তবায়ন চেয়েছেন তারা।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ফয়সাল আহমেদ শান্তর মা কহিনূর আক্তার বলেন, সন্তানকে তো আর ফিরে পাবো না। যতক্ষণ পর্যন্ত এই রায় কার্যকর হচ্ছে না, ততক্ষণ পুরোপুরি শান্তি লাগবে না। তবে হাসিনার ফাঁসির রায় শুনে একটু শান্তি লাগছে।  হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকরের দাবী জানান তিনি।

২০২৪ সালের ১৬ জুলাই মুরাদপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহীদ ওয়াসিম, শান্ত, ফারুক। সবমিলিয়ে ৩৬ জুলাইয়ের আন্দোলনে চট্টগ্রামে শহীদ হন ১৬ জন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2