নবান্নের মাছের মেলায় থরে থরে সাজানো রুই-কাতলা
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসব ঘিরে বিভিন্ন ধরনের মাছের মেলা বসেছে। নবান্ন উৎসবে প্রতি বছর এখানে মাছের মেলা বসে। মেলায় থরে থরে সাজানো রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগ্রেড, বোয়ালসহ হরেক রকমের মাছ। এক কেজি থেকে শুরু করে ৩০ কেজি ওজনের মাছ উঠেছে এই মেলায়। লোকজনও উৎসাহ নিয়ে দেখছেন, কেউবা কিনছেন।
সর্বোচ্চ ৩৫ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায় এবং ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। ৩০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিগ্রেড ও সিলভার কার্প মাছ বেশি বিক্রি বেশি হয়েছে। রুই ও কাতলা মাছ ৪০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মেলায় অংশ নেয় উপজেলার মাত্রাই, হাতিয়র, মাদারপুর, হাটশর, হারুঞ্জ, পুনট, বেগুনগ্রাম, পাঁচগ্রামসহ ২৫ থেকে ৩০ গ্রামের মানুষ।
প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জেলা থেকে মাছ ব্যবসায়ীরা এসেছেন এবং এ মেলায় বড় আকারের মাছ উঠেছে বলে জানান জেলা মৎস কর্মকর্তা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর থেকে এই মাছের মেলা বসেছে এবং বিকাল পর্যন্ত এই মেলা চলবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: