রাঙামাটিতে নিয়োগ পরীক্ষা স্থগিত ও হরতাল প্রত্যাহার
ছবি: সংগৃহীত
হরতালের কারণে নিরাপত্তা বিবেচনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের পর কোটা বিরোধী ঐক্য জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল দুপুর দুইটার পর প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।
সংগঠনের অন্যতম নেতা নুরুল আলম সাংবাদিকদের বলেন, নিয়োগ স্থগিতের বিষয়টি আমরা স্বাগত জানাই। তবে আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করবো আমাদের যে ছয় দফা দাবি ছিল, তার বিষয়ে জেলা পরিষদ সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাবে। দুপুর দুইটা থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।
আন্দোলনকারী জানায়, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি একটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে জেলা পরিষদের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: