পীরের আস্তানায় ক্ষীরের উৎসব, জিকির হবে সারারাত
জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে আব্দুল গফুর চিশতীয়া তরিকার পীরের মাজারে নবান্ন উৎসবের আয়োজন করেছেন ভক্তরা। বাংলা নববর্ষের অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সারাদিন থেকেই চলে তাদের নবান্ন উৎসবের প্রস্তুতি। নবান্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক আয়োজনের কারণে বিশেষ পরিচিতি লাভ করেছে বেগুনগ্রামের এই আস্তানা। এক দিনব্যাপী চলা এই নবান্ন উৎসব চলবে মধ্যরাত পর্যন্ত।
মাজারের ভাণ্ডারখানার তথ্য মতে, ক্ষীর রান্নার প্রধান উপকরণ চাল, গুড়, দুধ ও নারকেল। ক্ষীর রাখার জন্য তৈরি করা হয়েছে বিশাল দুটি হাউস। ক্ষীর রান্নার কাজে সহযোগিতার জন্য ৩০০ জন ভক্ত স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত রয়েছেন। পীর ভক্তরা বেগুনগ্রামে হালকায়ে জিকির করবে সারারাত।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: