দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৬ জন গ্রেফতার
চট্টগ্রামে জেলা পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন ও র্যাবের যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, ১১টি এলজি, ৬ রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মহানগরীর ২ নম্বর গেইট এলাকার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, গত রাতে রাউজান ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়েছে। কয়েকটি গ্রুপ রাউজান-সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তাদের ধরতে বিশেষ অভিযান চলছে বলেও জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: