• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

সীমান্তে পৃথক অভিযান, কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সীমান্তে পৃথক অভিযান, কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির টহলদল ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, চকলেট, মদ, গরু এবং মালামাল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। মালামালগুলো স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তর এবং মাদকদ্রব্য থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: