তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের দাবিতে নাটাবের প্রেস কনফারেন্স
আইনের দুর্বলতার সুযোগে তামাক কোম্পানিগুলো বেপরোয়া হয়ে উঠেছে- এমন অভিযোগ তুলে তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত শক্তিশালী করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, তামাকের অবাধ প্রাপ্যতা ও নিয়ন্ত্রণের দুর্বলতা তরুণ সমাজসহ সমগ্র জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা জানান, গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুযায়ী দেশে এখনও প্রায় পৌনে চার কোটি মানুষ তামাক ব্যবহার করে এবং পরোক্ষ ধূমপানের শিকার হয় আরও ৩ কোটি ৮৪ লাখ মানুষ। প্রতিদিন গড়ে ৪৪৮ জন তামাকজনিত রোগে মৃত্যুবরণ করছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় অশনি সংকেত।
বক্তারা বলেন, প্রস্তাবিত সংশোধনীতে ধূমপানের নির্ধারিত স্থান বিলুপ্তি, সিএসআর কার্যক্রম নিষিদ্ধকরণ, ই-সিগারেট ও খুচরা সিগারেট বিক্রি বন্ধ এবং স্বাস্থ্য সতর্কবার্তা ৯০ শতাংশে উন্নীত করার প্রস্তাব সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেন, সংশোধিত আইন দ্রুত পাশ হলে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
প্রেস কনফারেন্সে নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহম্মদ, প্রোগ্রাম অফিসার কানিজ ফাতেমা রুশি, সুজন সুশাসন এর নরসিংদী জেলার সাধারণ সম্পাদক হরধর দাস, নরসিংদী জেলার নাটাবর উপদেষ্টা মো: জয়নুল আবেদীন ও মো: জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: