তারেক রহমানের জন্মদিনে দেশজুড়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন
মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনে দেশজুড়ে উদযাপন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমায় শাহ আনোয়ার মাদ্রাসাতুল মদীনার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আয়োজন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
দিবসটি উপলক্ষে বগুড়ায় শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ যোহর দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, আরেক উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারসহ দলের ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জামালপুরে দলীয় কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। এ সময় বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনসহ অনেকে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন উপলক্ষে সাভারে গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বিএনপি। পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: