• NEWS PORTAL

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাড়ির গেটে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ২০:৪৭, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৫৩, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাড়ির গেটে আগুন, ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফি’র ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়ার বাসার প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঘটনা ঘটে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি। বাসায় থাকা লোকজন আগুন ও ককটেল বিস্ফোরণের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিদের নামে রাফির বড় ভাই খন্দকার জুলকারনাইন রাদ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। কোতোয়ালী পুলিশ জড়িতদের খুজে বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাফি’র ময়মনসিংহ নগরীর ঢোলাদিয়ার বাসায় ককটেল বিষ্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জড়িতদের খুজে বের করতে তদন্ত শুরু করেছে। তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

মামলার বাদী রাফিয়ার বড় ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় তাদের বাসায় বুধবার গভীর রাতে কে বা কারা ককটেল ফাটিয়ে আগুন জ্বালিয়ে চলে যায়। বাসার ফটকের সামনে আগুন জ্বলতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে কোনো বড় ধরনের অঘটন হয়নি। তবে, তারা আতঙ্কগ্রস্থ অবস্থায় দিনাতিপাত করছেন। ঘটনার রাতে বাসায় আত্মীয় স্বজনসহ চারজন ছিলেন।

এদিকে রাফির বাসার সামনে ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনা ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা এবং দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান আল নূর আয়াশ সাংবাদিকদের জানান, আমরা ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামি শনাক্ত করে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে যাব।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2