ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আহত ৫৫
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নরসিংদীতে ভূমিকম্পে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসঙ্গে ৩ জন আহত হয়েছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গুলশান আরা কবির বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে বেশিরভাগকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: