• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে প্যানিক অ্যাটাক, এক কারখানার ৮০ নারী ভয়ে অজ্ঞান

প্রকাশিত: ১৭:০৭, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:১০, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিকম্পে প্যানিক অ্যাটাক, এক কারখানার ৮০ নারী ভয়ে অজ্ঞান

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো গোটা দেশ, ঘটেছে প্রাণহানি। এদিকে, ভূমিকম্প আতঙ্কে কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় কর্মরত অন্তত ৮০ জন নারী ভয়ে অজ্ঞান হয়ে পড়েন। এদের পাঁচজন দৌড়ে বের হতে গিয়ে আহত হয়েছেন। আহত ৮০ জনের মধ্যে ৫০ জনকে বেপজা মেডিকেল সেন্টারে (হাসপাতালে) চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০ জন। 

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের সময় বেন্ডিজসহ অপর একটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে, গুরুতর আহত হয়নি কেউ৷ সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, এ হাসপাতালে অন্তত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। জেলার মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে শেষ খবর পাওয়া পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2