• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

আপন দুই ভাই হত্যা মামলার পলাতক তিন আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৩:০৮, ২৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আপন দুই ভাই হত্যা মামলার পলাতক তিন আসামি গ্রেফতার

চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে আপন দুই ভাই হত্যা মামলার পলাতক আসামি ওসমান গনি মানিকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাটহাজারী থানাধীন ফটিকা কামাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে অপর চট্টগ্রামের হাটহাজারী থানাধীন কড়িয়ার দিঘী এলাকায় অভিযান চালিয়ে মোঃ হারুন ও আনোয়ার পাশা বকুল নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ফতেহপুর গ্রামে রেজাউল করিম নামে এক ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে রেজাউল করিমের স্ত্রী গ্রামবাসীর সাহায্য কামনা করে চিৎকার করলে ঘটনাস্থলে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে রেজাউল করিম এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে রেজাউল করিমের আপন দুই ভাই জাহাঙ্গীর এবং আলমগীর নিহত হন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ভিকটিমদের ছোট ভাই মোঃ রাসেল বাদী হয়ে ফটিকছড়ি থানায় একজনকে এজাহারনামীয় এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2