• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

শ্যামনগর থেকে ৮৬০ কেজি শামুক জব্দ, সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ২৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শ্যামনগর থেকে ৮৬০ কেজি শামুক জব্দ, সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৮৬০ কেজি শামুক জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। বুধবার রাতে উপজেলার মুন্সিগঞ্জের হাজির মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব শামুক জব্দ করা হয়। জব্দকৃত শামুকগুলো বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদ-নদী থেকে কিছু দুষ্কৃতকারী শামুক কুড়িয়ে এনে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হাজির মোড় এলাকায় বিক্রি করার জন্য মজুদ রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি নির্মল বাবুসহ বনবিভাগের সদস্যরা বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে উক্ত শামুকগুলো জব্দ করেন। এরপর বৃহস্পতিবার সকালে শামুকগুলো বনবিভাগ চুনা নদীতে অবমুক্ত করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ ফজলুল হক জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2