• NEWS PORTAL

  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দফার গোলাগুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত

প্রকাশিত: ১৩:২৮, ২৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দফার গোলাগুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়া শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় গুলি বিনিময়ের ঘটনায় সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক কান্দিপাড়া এলাকার মো. মস্তু মিয়ার ছেলে এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।

নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী জানান, বুধবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকায় লায়ন শাকিল গ্রুপের লোকজন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের তিনজনকে গুলি করে আহত করে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
 
পরিবারের অভিযোগ, মধ্যরাতে দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা অনুসারী সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে দিলীপ গ্রুপই সাদ্দামকে হত্যা করেছে।
 
নিহতের মৃত্যুসংবাদে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তার মা খোদেজা বেগম ও বাবা মোস্তফা কামাল মস্তু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ অভিযোগ অস্বীকার করে বলেন, ’আমি সাদ্দামকে ডেকে নিয়ে যাইনি। বরং সে আমার সঙ্গেই ছিল। রাতে লায়ন শাকিল আমাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়।’
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ’আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’
 
উল্লেখ্য, এর আগে বুধবার সন্ধ্যায় কান্দিপাড়া মাদরাসা রোড এলাকায় পূর্ববিরোধের জেরে লায়ন শাকিল গ্রুপ দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের ওপর গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। নিহত সাদ্দাম দিলীপের সমর্থক ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: