সীমান্ত থেকে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি, বিড়ি ও কম্বল জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, ঔষধ, কম্বল ও বিড়ি জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, সুলতানপুর, চান্দুড়িয়া, তলুইগাছা ও ঘোনা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার (২৮ নভেম্বর) দিনভর এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেরাগাছি ও গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারী নামক স্থান হতে ভারতীয় কম্বল, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার দক্ষিণ কালি বাড়ি নামক স্থান হতে এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্মশান ঘাট নামক স্থান হতে ও তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল একই উপজেলার নটিজঙ্গল ও বাঁশবাগান নামক স্থান হতে ভারতীয় ঔষধ এবং ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মোবারকের মোড় নামক স্থান হতে ভারতীয় বিড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৯ লক্ষ ৪ হাজার ৬৫০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব স্টোরে জমা রাখা হয়েছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: