• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ভারতের নদী থেকে উদ্ধারকৃত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪০, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:৪০, ১৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতের নদী থেকে উদ্ধারকৃত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তের ওপারে নদী থেকে উদ্ধার বাংলাদেশি যুবক তসিকুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেওয়া হয়। 

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তারা জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তসিকুলের মরদেহ হস্তান্তর করে। এর আগে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশি পুলিশের পক্ষে সুকমল চন্দ্র দেবনাথ মরদেহ গ্রহণ করেন। তিনি বলেন, তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। রাতেই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তের ওপারে ভারতের ভাগিরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।

তসিকুল বাখেরআলী গ্রামে ইব্রাহিম আলীর ছেলে। কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। তবে, সেখানে কার গুলিতে মৃত্যু হয়েছে তসিকুলের তা নিশ্চিত করেনি বিজিবি। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2