• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের ৮ দিন পর বাংলাদেশি যুবক শান্ত’র (২৪) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিহতের লাশ ফেরত দেওয়া হয়। শান্ত দৌলতপুর উপজেলার ১১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের বাসিন্দা শিপন আলীর ছেলে।

জানা যায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনস্ত জামালপুর বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫২/৭-এস সংলগ্ন ভারত ভূখণ্ডে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার ও ভারতের ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট নিউ উদয় বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অংশ নেয়। পতাকা বৈঠক শেষ বিজিবির নিকট নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন আশ্রায়ন বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫৪/৩-এস-এর কাছে ভারতের অভ্যন্তরে ১০ থেকে ১২ জন বাংলাদেশি চোরাকারবারী মাদক পাচারের উদ্দেশ্যে ভারত
প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের বাধা দিলে চোরাকারবারীরা বিএসএফ সদস্যদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে শান্ত গুরুতর আহত হয়। পরে বিএসএফ গুলিবিদ্ধ শান্তকে আটক করে চিকিৎসার জন্য ভারতের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালে তার মৃত্যু হয়।

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরত আনা শান্তর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2