• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, মাদকাসক্ত ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি

প্রকাশিত: ১৪:০৭, ১৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:০৯, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নেশার টাকা না পেয়ে মাকে মারধর, মাদকাসক্ত ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাকে মারধরের অভিযোগে এক মাদকাসক্ত যুবককে প্রকাশ্যে শাস্তি দিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত যুবকের নাম খলিল (৩০)। তিনি উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুর উদ্দিনের ছেলে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল আগে এলাকায় একটি মুদির দোকান চালাতেন। একপর্যায়ে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েন তিনি। সংসারের অভাব-অনটনের মধ্যে স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন খলিল। এরপর থেকেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে ঝামেলায় জড়াতেন।

শনিবার সকালে তিনি তার মা খোদেজা বেগমের কাছে দুই হাজার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে খলিল ক্ষিপ্ত হয়ে তার দিকে ইট ছুড়ে মারেন। এতে আহত হন খোদেজা বেগম। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা খলিলকে আটক করে প্রথমে বাড়ির পাশে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

পরে মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলেও খলিল আরও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে এলাকাবাসী ছাতিরবাজার-টেপিরবাড়ি সড়কের পাশে গর্ত খুঁড়ে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখেন। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অনেকেই দোষীর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনার তদন্ত চলছে এবং মাকে মারধরে অভিযুক্তে ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2