• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

শিক্ষায় ব্যর্থ হলেও কৃষিতে সফল রেম্রাচাই মারমা

তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দূরছড়ি গ্রাম 

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫১, ১৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শিক্ষায় ব্যর্থ হলেও কৃষিতে সফল রেম্রাচাই মারমা

শিক্ষা জীবন ব্যর্থ হলেও কৃষিতে সফল হয়েছেন মাত্র ২২ বছরের যুবক রেম্রাচাই মারমা। তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির মানিকছর দূরছড়ি গ্রাম। রেম্রাচাই মারমাকে অনুসরণ করে ঐ গ্রামের সবাই এখন পেঁপে চাষী। সে সাথে দারিদ্রতাকে বিতাড়িত করে ৬০ পরিবারের মধ্যে প্রায়  পুরো গ্রামবাসী স্বাবলম্বী। 

খাগড়াছড়ির জেলার মানিকছড়ি উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে দুর্গম দূরছড়ি গ্রাম। এ গ্রামে প্রায় ৬০টি পরিবারের বসবাস। আজ থেকে ৫ বছর আগে এ গ্রামের বাসিন্দাদের জীবন ছিলো অভাব-অনটনে। কিন্তু রেম্রাচাই মারমার কারণে পুরো গ্রামবাসী এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।

রেম্রাচাই মারমা ২০২১ সালে স্কুলে পড়া অবস্থায় কৃষির প্রতি ঝোক ছিলো। সে সময় তার ২শত গাছের  পেঁপের বাগান ছিলো। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হওয়ার পর শিক্ষা জীবন বাদ পুরোদমে কৃষিতে নেমে পড়েন। পর্যাক্রমে বর্তমানে তার ১০ একর জমিতে ৩ হাজার পেঁপের গাছ রয়েছে। এ বছর তিনি ২০ লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন। গাছে আরো প্রায় ৫ লাখ টাকা পেঁপে গাছে ঝুলছে। প্রতি সপ্তাহে দূরছড়ি গ্রাম থেকে ৪ টনের বেশি পেঁপে ঢাকায় যাচ্ছে। সামনে আরো ৩ হাজার পেঁপে গাছের  চারা রোপনের পরিকল্পনা রয়েছে বলে জানান রেম্রাচাই মারমা।

তিনি আরও জানান, এক সময় তিনি মানিকছড়ি বাজারে গিয়ে পেঁপে বিক্রি করতেন। কিন্তু দাম কম পেতেন। তিনি তার পেঁপে বাগানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার পর ঢাকা থেকে তার সাথে যোগাযোগ করা হয়। এর পর তাকে আর পিছরে ফিরে তাকাকে হয়নি।  

আব্রে মারমা বলেন,পেঁপে চাষে শুধু রেম্রাচাই মারমার ভাগ্য পরিবর্তন হয়নি,হয়েছে পুরো দূরছড়ি গ্রামবাসীর। এক সময় ঐ গ্রামের অধিকাংশ পরিবার ছিলো ঝুম চাষী। তাদের পরিবারে ছিলো অভাব-অনটন। পেঁপে চাষ করে পুরো গ্রামবাসী এখন স্বাবলম্বী। প্রতি শুক্রবার গাছ থেকে পেঁপে সংগ্রহ করা হয়। ঢাকার ব্যবসায়ীরা কেজি ৬০ টাকা দরে কিনে সে পেঁপে কিনে নিয়ে যাচ্ছে। কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি দূরছড়ি গ্রামের পেঁপে চাষীরা। 

এ পেঁপে চাষের সফলতা দেখে  ঐ গ্রামের ৬০ পরিবারের মধ্যে ৫০টি পেঁপে চাষ করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ঢাকার অনেক সুপারশপও এখন মানিকছড়ির দূরছড়ি গ্রামের পেঁপে মিলছে। রেম্রাচাই মারমার সফলতা দেখে দূরছড়ি গ্রামে এখন আর কেউ বেকার নেই। অদম্য ইচ্ছা শক্তি থাকলে  রেম্রাচাই মারমা হতে পারে মডেল। ইচ্ছা শক্তি থাকলে ভাগ্য পরিবর্তন সময়ের ব্যাপার মাত্র। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2