ডেভিল হান্ট ফেইজ-টু এর আওতায় খাগড়াছড়ি পৌর আ. লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু-এর আওতায় জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদকে গ্রেফতার করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জেলা সদরের পানখাইয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে গত দুইদিনে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে শনিবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের সদস্য বোরহান উদ্দিন চৌধুরী, শান্তিনগর এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও পৌর যুবলীগ নেতা মো. রুবেলকে কুমিল্লা টিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ কায় কিসলু জানান, নির্বাচনের আগে সহিংসতা প্রতিরোধে অভিযানে অব্যাহত থাকবে।
বিভি/এসজি




মন্তব্য করুন: