একদিনের চাকরিমেলায় ৭০০ জনের কর্মসংস্থান
বেকারত্বের অচলাবস্থায় দাঁড়িয়ে থাকা শত শত তরুণ-তরুণীর জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে মানিকগঞ্জের ব্যতিক্রমধর্মী চাকরিমেলা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ক্যাম্পাসে আয়োজিত এই চাকরিমেলা থেকে প্রাথমিকভাবে ৭০০ জন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলাটি মূলত মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করে ঢাকা আহছানিয়া মিশন ও ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
প্রথমদিকে মানবপাচারের শিকার সারভাইভারদের জন্য চাকরিমেলার পরিকল্পনা থাকলেও পরে তা সবার জন্য উন্মুক্ত করা হয়। মেলায় অংশ নেওয়া ৮০ জন মানবপাচার সারভাইভারের মধ্যে ৫০ জন চাকরির সুযোগ পেয়েছেন, যা এ আয়োজনকে দিয়েছে মানবিক ও সামাজিক গুরুত্বের নতুন মাত্রা।
বৃহস্পতিবার সকাল ১১টায় চাকরিমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন, উইনরক ইন্টারন্যাশনালের ম্যানেজার মায়াজ কাবির এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
নির্ধারিত সময়ের আগেই চাকরিপ্রত্যাশীদের ভিড়ে মুখর হয়ে ওঠে টিটিসি চত্বর। হাতে জীবনবৃত্তান্ত, চোখে স্বপ্ন নিয়ে নিয়োগকর্তাদের টেবিলে টেবিলে ঘুরে বেড়ান তরুণ-তরুণীরা। কারও কাছে এটি ছিল প্রথম চাকরির সুযোগ, আবার কারও কাছে নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌ. নূর অতএব আহম্মদ জানান, চাকরিমেলায় প্রায় ৪ হাজার ৪৩০ জন সিভি জমা দেন। অংশগ্রহণকারী ১৬টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ৭০০ জনকে মনোনীত করেছে, যার মধ্যে ৩১৫ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। প্রত্যাশার চেয়েও মেলাটি অনেক বেশি জমজমাট হয়েছে।
ঢাকা আহছানিয়া মিশনের মানিকগঞ্জ জেলার কেস কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের সংস্থা মানবপাচারের শিকার ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে। এই চাকরিমেলা সেই কার্যক্রমেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মুন্নু ফ্যাব্রিক্স লি., আকিজ টেক্সটাইল মিলস, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, সিঙ্গার বাংলাদেশ, স্বপ্ন, বিডিজবস, ম্যাক্স ফাউন্ডেশন, সুপারসাইন ক্যাবল, রাইজিং গ্রুপসহ দেশি-বিদেশি মোট ১৬টি প্রতিষ্ঠান। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে আরও নিয়োগ দেওয়া হবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: