সাতক্ষীরায় আ. লীগ নেতার ৪ ও তার ছেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
সাতক্ষীরা জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল লতিফ (৫৮) এর ৪ দিন এবং তার ছেলে রাসেলের (৩৫) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের হুমায়ুন কবির ও তার ভাই হাবিবুর রহমান হবি হত্যার ঘটনায় পিতা ও পুত্রকে পৃথক দুটি মামলায় ৫ দিন করে রিমান্ড আবেদন জানান এই মামলার দুই তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানা এসআই আল আমিন ও এসআই আব্দুল্লাহিল আরিফ নিশাত। এরই প্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলায় সরকারপক্ষে ছিলেন পিপি অ্যাড. আব্দুস সাত্তার, অতিরিক্ত পিপি তোজাম্মেল হোসেন তোজাম, অতিরিক্ত পিপি অ্যাড. এবিএম সেলিম প্রমুখ। অপরদিকে, আসামিপক্ষে ছিলেন অ্যাড. শফিউল ইসলাম শফি।
আদালতসূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গভীর রাতে কুচপুকুর গ্রামের হুমায়ুন কবিরকে কাশেমপুর বাইপাস সড়কে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর থানার তৎকালীন পরিদর্শক মহিদুল ইসলামকে প্রধান আসামি ও তৎকালীন সরকারি কৌশলী আব্দুল লতিফকে ৫নং আসামিসহ মোট ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহতের ভাই আজগার আলী। অপরদিকে, একই গ্রামের হাবিবুর রহমান হবি হত্যা মামলার ৩০ নং আসামি আব্দুল লতিফের ছেলে মোঃ রাসেল।
সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম জানান, আব্দুল লতিফের কুকর্ম ফাঁস হতে শুরু করেছে। সরকারি পিপি হিসেবে তিনি যে ক্ষমতার অপব্যবহার করেছেন, সেটা নজিরবিহীন। পিতা-পুত্রকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ১২ ডিসেম্বর সকালে খুলনার বয়রা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আব্দুল লতিফ ও তার ছেলে মোঃ রাসেলকে গ্রেফতার করে যৌথবাহিনী।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: